Skip to content

অভিসার

একটা আকাশ ভরা চন্দন ভোরের গন্ধ
দিলাম তোমায়
তোমার তো এখনো কাটেনি ঘুম ঘোর
স্বপ্নে দেখো কিছু আধফোটা শিউলির কুঁড়ি
আর জলপাই রঙা এক রমনী
শুনেছি ভোরের স্বপ্ন সত্য়ি হয়
যদি ও শোনা যায় মধ্য় রাতের গির্জাধ্বনি
আঁখি পল্লব জুড়ে শিশিরের ডাক
রাতভোর জোনাকি আলো ধুয়ে যায়
ঘুটঘুটে অশরীরী কালো রাত
ভোর নেমে আসে শুধু আমাদের চোখে
সম্পূর্ণ করে যায় অসমাপ্ত অভিসার

মন্তব্য করুন