Skip to content

অভিমান – দেবশ্রী মন্ডল

কেউ আসবে ভেবে
সকাল থেকে বসে ছিলাম।
ভেবেছিলাম একটুও সাজবো না আজ,
তবু আয়না আমাকে ডেকেছিল।
অভিমানী কাজলের মান ভাঙাতে
দুচোখে তাকে একবার আঁকতে দিতেই হলো আল্পনা।
আলমারির কাচের দেয়ালের ওপার থেকে উদাস চোখে চেয়ে থাকলো নীল শাড়িটি।
জানালার কাছে যেতেই একছাট বাতাসে চোখেমুখে বৃষ্টির জল ছিটিয়ে দিয়ে এলো খোঁপাটির দিকে চেয়ে
দুষ্টু হাসলো সাদা চেরির দল।
আমি ওদের সবার কথা রেখেছিলাম সেদিন।
শুধু সে আমার কথা রাখেনি।
সে আসেনি সেদিন।।।।

মন্তব্য করুন