Skip to content

অভাব জরাজীর্ণ- সাবিনা সিদ্দিকী শিবা

শরৎ জুড়ে হাহুতাশ এখন,
করোনা আর ডেঙ্গুতে।
দেশে এখন ভয়ংকর তান্ডব,
ডেঙ্গু আর করোনাতে।

ডেঙ্গুতে আক্রান্ত হাসপাতালে,
ভর্তি এখন ৭৩৪ জন।
করোনারও বাড়ছে প্রকট,
আক্রান্ত এখন ২৯৫ জন।

কারো হচ্ছে ভয়াবহ রোগ
মরনব্যধি ক্যান্সার।
শত চিকিৎসা মিলছে না,
বাঁচার কোন এনসার।

রোগে মারে শোকে মারে,
মারে মানুষ সড়কে।
আগে কেবল মৃত্যু ছিলো,
বড় বড় মড়োকে।

ভেজাল ওষুধে করছে এখন
সব মানুষের সর্বনাশ।
কিনছে তবু বাঁচার জন্য,
মাথায় পরছে বাঁশ।

দ্রব্য মূল্য আকাশ ছোঁয়া,
পকেট সবার ফাঁকা।
পরিবার নিয়ে মহাসংকট,
এখন বেঁচে থাকা।

অভাবে সমস্যাগুলোর,
সমাধান নেই কোন।
কোন কিছু ভালো লাগেনা,
ডিপ্রেশনে ভুগছি যেন।

এভাবে ঋতু আসে তার,
নতুন রূপ নিয়ে।
অভাবিত মানুষ গুলোর,
ভাগ্যে নেয় ছিনিয়ে।

মন্তব্য করুন