Skip to content

অবীরা উর্বশী- সুপ্রিয় ঘোষ

প্রদোষ আলোতে কে গো, তুমি সখি ?
খসিয়া আঁচল, ঐ পবিত্র আচমনে,
অর্ঘ্য প্রদানে কারে খোঁজ, অনিমিখি?
কী কথা কহিবার ছলে, হৃদয় বীজনে
জ্বালাও যে, কামনার ফাল্গুনী হোম?
নিভৃতে লভিতে চুম্বন, ওষ্ঠযুগল
কেন কম্পিত আজি, সিক্ত নেত্রলোম ?
কবরী গিয়াছে খসি ! কুসুম কোমল
চরণ যুগলে ঐ অভিসারী ঢল,
এলায়িত কেশ-বাসে, তটিনী তল
নিস্তরঙ্গ কেন, ওগো বিরহীনি ?
তবে কি ভাঙিয়া সে পিঞ্জরখানি
ভিন্ন নিকুঞ্জে বাঁধি বাসা, তব বিহঙ্গ,
মিলন-বাসনা ত্যাজি, করি কামভঙ্গ,
বক্ষযুগল রিক্ত করি গিয়াছে চলি,
সে পুরুরবা, ছিন্নকরি স্বপনকলি,
ছড়াইয়া বনতল, অবহেলা ভরি ?
উন্মাদ উর্বশী যথা, ধায় সে সত্বরি,
না-শুনিয়া কোন কথা, উদাসীনা সে,
সেই হৃত-প্রেম সে খুঁজিয়া চলিয়াছে।
@সু

মন্তব্য করুন