Skip to content

অবিশ্বাসের চুক্তি – সৈয়দ আশিকুল ইসলাম

তোমাকে লিখবো সেই মানবিক শব্দগুলো আর খুঁজে পাচ্ছি না!
ভালোবাসা অসহায় হলে বুঝি এমন দুমড়েমুচড়ে যায়
এমন নিঃশব্দ ক্রন্দনে!
আহা ভালোবাসা, আহা প্রেম!
দেখতে কেমন তুমি?
তুমি কি দগদগে ক্ষত কোনো?
মুহুর্তে ছিড়ে ফেলা সোনালী ইতিহাস?
নাকি অন্য পুরুষের গায়ে, পিঠে কাটা নখের আঁচড়!
প্রেয়সীর ঠোঁটের হাসি মুছে দেয়া ইরেজার?
বিশ্বাসের দলিলে অলিখিত অবিশ্বাসের চুক্তি!
ভুলে যাওয়া স্মৃতির রঙিন পৃষ্ঠা?
ইচ্ছে করলেই ভুলে যাওয়া যায়, মুছে দেওয়া যায়?
তুমি এতোই ঠুনকো, এতোই আস্থাহীন!

মন্তব্য করুন