Skip to content

অবিনশ্বর প্রেম – কল্লোল সরকার

আমার নিদ্রাহীন রাতে শিহরণ জাগায় শুভদৃষ্টি
বিক্ষিপ্ত ভাবে ভুগছি…
হুঁশ নেই!
অজান্তেই আকাঙ্ক্ষা গুলো পুড়িয়ে দিচ্ছি।
বিষাদময় যাতনায় ভাঙছে!
কান্নার কলরোলে নিঃশ্বাস আটকে যাচ্ছে।
তবুও,
তবুও হাসিমুখে অভিনয়ে বয়ে চলেছি একরাশ যন্ত্রণা।
অন্তর্দৃষ্টি জেগেছে…
নিঃশব্দে আগুন জ্বালো
মানবিকতা হারিয়ে চেতনা টগবগিয়ে ফুটছে।
স্নিগ্ধতার আবেশে কল্পনাগুলো উঁকি মারে
অস্থির আঁখি পাতে আঁধারের জয় রথে।
ঘুরেছি আপন মনে…
ক্লান্ত হয়ে খুঁজেছি আমি
আপন মনে খুঁজেছি আমি জীবনের মানে।
বৃষ্টির ধারা পাতে বসন্ত চলে গেছে
স্মৃতিরা সরে গেছে,
হাওয়ায় জড়িয়ে জং ধরেছে অভিমানে।
সুখের ভারায় মুহূর্তেই পড়ে নিষ্ঠুর ঘাত
মরনের তালে জাগে ভিন্ন প্রভাত।
অভিমানে ছিদ্র দেহে রক্ত গড়িয়ে পড়ছে
বজ্রাকাশে নিভৃতে আমি সুখের অভিনয়ে।
দাঁড়িয়ে ভাবি,
অবিনশ্বর ভালোবাসাই একটি পৃথিবী গড়েছি তোমায় নিয়ে
সুখের সাগরে সব প্রেম যেন সাঁতার কাটছে।
বিষাদময় যাতনায়, প্রেম নাকি বাঁচতে চাইছে?
ভয় পায়!
হাসিগুলো যেন আজ অভিনয়;
কান্না গুলো বাস্তব,
একরাশ যন্ত্রণায় নিঃশ্বাস আটকে যাচ্ছে।
স্বপ্নগুলো আজ জ্বলছে পরিণত দাবানলে
ছটফট করতে করতে মৃত্যু এসে দাঁড়িয়েছে দোর গোড়াতে।
তবুও সবাই হাঁটছে!
আর আমি?
আমি মৃত্যু বহন দেখছি নিরব দর্শক হয়ে।

মন্তব্য করুন