Skip to content

অপ্রকাশিত

যে লেখা লেখনি তুমি, শুধু আছে বুকে,
ধমনীতে বয়ে চলে আজীবন উদাসীন স্রোতে,

যাকে তুমি রেখে দাও কৌটায় ভোমরা যেমন,
তিলে তিলে ক্ষয়ে যাওয়া তোমার যাপন।

প্রাসাদ দেখুক লোকে, শ্যাওলা ময় ভিতে
কিছু থাক বেদনার নাবাল জমিতে…

কিছু রাখ অন্তরে, নাই বা করালে পরিচয়।
নিঃস্ব হয়ো না কবি,সব লেখা প্রকাশের নয়।

মন্তব্য করুন