Skip to content

অপেক্ষা

আকাশের – নক্ষত্র নৌকা
এমন বিশাল অন্ধকার নীরবে  বসে একা
     আকাশের বুকে ক্ষয়ে যায় সময়, তোমার চিন্তায়

  তোমার স্মৃতিরা শিশির হয়ে !
ভোর বেলায় ভেজায় লতা পাতা।
কখনো হয়ে যায় কবিতা।
সন্ধা হয় , ভাঙা চাঁদ হাসে, এসে
মুখপোড়া পড়া আকাশে , পুর্ণিমাও হাসে
শুধু চুপচাপ থাকি  থাকি আমি
তোমার অপেক্ষায়  বোকা প্রেমি।…

মন্তব্য করুন