Skip to content

অপেক্ষা- অপরাজিতা রাহমান

আমার মন খারাপের দিনে
আমি কোনো সঙ্গী চাইনা।
আমি চাইনা কেউ জানুক
সবার বিরুদ্ধে কি ভয়ানক সব আক্ষেপ
আমি পুষে রেখেছি ভেতরে।

আমি চাইনা কেউ কখনও জানুক
কতবার রাতের অন্ধকারে নিস্তব্ধ হতে গিয়েও
ফিরে এসেছি আমি।
আমি চাইনা কেউ জানুক
কতবার শেষ থেকে শুরু করেও
আবার শেষ হয়ে গিয়েছি আমি সবার অলক্ষ্যেই।

আমি চাইনা কেউ জানুক
রাস্তার পাশে ওই ভেজা ফুটপাত টায় বসে
আমার মাথার ভেতরটায় কি চলে।
বাইরের তুমুল ঝড়ের সাথে মিলিয়ে
আমার ভেতরটায় যে ভয়ানক তোল পাড় চলে
আমি চাইনা সে কথা কেউ জানুক কোনোদিন।
আমি চাইনা কোনদিন কেউ জানুক
আমার আমৃত্যু অপেক্ষার কথা।

আমি অপেক্ষা করি
তার জন্য।
আমি অপেক্ষা করি তাকে দেখার জন্য।
আমি অপেক্ষা করি
আমার ভালোবাসাকে
তার ভালোবাসার সাথে দেখার জন্য…..।
আমি চাই এই অপেক্ষার
যেন কোনোদিন শেষ না হয়।
আমি চাই শেষ দিন পর্যন্ত ও যেন এই অপেক্ষাই
থাকি
যেন তার সাথে আমার আর একটিবার দেখা হয়।

মন্তব্য করুন