Skip to content

অপেক্ষার অপেক্ষা–৭ * রমেন মজুমদার

অপেক্ষার অপেক্ষা–৭
———-
(ছোট গল্পের মতই কবিতা)
রমেন মজুমদার,২১/০৯/২০

বিরহ যতই কষ্টের হোক সে আত্মীয় হয় সকলের কাছেই..
জীবনের পরতে যে ধূলি জমবেনা সে কথা কে বলতে পারে ? মনের ভেতর লুকানো একটি গোপন ঘরে কিছু না কিছু লুকিয়ে থাকে সকলেরই
একটা স্বপ্নদুত্যি।
যে স্বপ্নে তার রক্ষিত মুখ লেগে থাকে ঘরের দেয়ালে টাঙানো ঘড়িটার মতোই।
দীর্ঘ প্রতীক্ষার পরেও ফাঁকি দিয়ে যায় সময়।
অনেক আবদারি ইচ্ছা আজ কোনো কাজেই এলোনা, সে ভঙ্গুর কথাটি কেইবা জনতো ?

দিন গড়িয়ে গেলেও মনে রয়ে গেছে প্রত্যাখ্যান ও প্রত্যাঘাতের কিছু দিকচিহ্ন!
তবুও মনে না রেখে ধলু দাদাকে দিয়ে কথাটা পাড় পেরেছিলাম ঐকান্তিক ইচ্ছায়।
টিনের চালে কাকগুলি কা কা করে ওঠলো,
বুঝতেই পারলাম দরজা বন্ধ হয়ে যাবে !
তারপর তাই হলো, ধলু দাদাকে মুখের উপর হবু শ্বশুর বলেই ফেললেন,কন্যাদায় গ্রস্ত এখনো হইনি,
যদি তেমন হয় দু’টুকরো করে ভাসিয়ে দিব নদীর জলে,তবুও অমন ছেলের কাছে…..
সকল আশার মুখে ছাইপড়লো আমার যেন সে কথা শুনে !

আমি পরিষ্কার ইঙ্গিত খুঁজে নিতে পারতাম আগেই,
কিন্তু ভাবখানা তার সপেছিল আমার প্রাণের প্রতি ? আশায় থেকে আঘাত পেয়ে বরং ঘাটের সিঁড়িতে রড সিমেন্টের ঢালাই পরে সে পথ বন্ধ হয়ে গেল চিরতরের জন্য ।

অনেক দিন পরে এলবামে খুঁজে পেলাম না কোনো চিহ্ন !
তাই পুরাতন ক্ষত শুকিয়ে নিতে খুঁজে বেড়াই
ফেসবুকের পাতা।

কলকাতা।।।।

মন্তব্য করুন