Skip to content

অপেক্ষার অপেক্ষা-৬ — রমেন মজুমদার

অপেক্ষার অপেক্ষা-৬
———(ছোট গল্পের আকারে কবিতা)
রমেন মজুমদার,
১৬/০৯/২০
যে বীণার তার একবার ছিঁড়ে যায়,তার বুকভরা ভালোবাসায় সুর বিদীর্ণ হয়ে ভাঙা রেকর্ডের মতো
বাজতে থাকে বেসুরো,
সংগীতের তালকেটে সুর লাইনচ্যুত হয়ে ভেঙেযায় জমাটি আসর।
বিদায়ের সুর বাজতে থাকে পাড়া থেকে অন্তরের কোঠা ভেদ করে!
বুকখোলা বইয়েরপাতা বন্ধ করে কিছুটা পথ এগিয়ে গেলাম যেখানে নেই কোন সানাইয়ের সুর!
ভোর ডিঙিয়ে ভরাট দুপুরপর্যন্ত বসে রইলাম পাড়ার বন্ধুর এক টি স্টলে;
ততক্ষণে ছ’কাপ চা শুকনো উদরে পুড়ে ক্ষুধায় প্রলেপ করে নিলেম।
ক্ষীণহতে ক্ষীণতর হতে লাগলো শব্দের গতি
কিছুক্ষণ পরে থেমেও গেল কন্যাবিদায়ের কান্নাকাটি!
তৃষ্ণায় তৃষিত হয়ে থাকা আর কতক্ষণ ?
তৃষ্ণা চলে গেল চোখের সম্মুখ থেকে। একটি কালো পর্দা ধীরে ধীরে সন্মুখে এসে ঢেকে দিল
নাটকের দৃশ্য।
বেলা গড়িয়ে গেল।সন্ধ্যা নেমে এলো খানিক পরে।
আজ আর বইয়ের পাতায় মন বসছে না। মনে হলো সারারাত বিরহের কবিতা লিখে রাখি
কোথাও….
কখন যে দ্বাদশীর চাঁদ তার আলো বিলিয়ে দিয়েছে আমার পড়ার ঘরে,সে খেয়াল নেই।
ওপাড়ার বন্ধু এসে তাসখেলার আমন্ত্রণ জানিয়ে গেল।
বললাম, না। আজ আর খেলায় মন নেই। তোরা গিয়ে খেল ।
কিছুক্ষণ নিশ্চুপ থেকে তারপর ইংরেজি খাতা ছিঁড়ে কয়েক লাইন বিরহের কবিতা লিখে নিলাম
অন্ধকার ঘরের কোণে বসেই…।

অসমাপ্ত –(ক্রমশ)

মন্তব্য করুন