Skip to content

অপেক্ষার অপেক্ষা–৪ রমেন মজুমদার

অপেক্ষার অপেক্ষা–৪
(ছোট গল্পের আকারে কবিতা)
————রমেন মজুমদার,০৯/০৯/২০
অনেক সাধনা করে যাই প্রতিদিন,
কলেজে যাওয়া কিম্বা ফেরার পথেই প্রায়ই দেখা হয় আমার অন্তর সাধনার ফুলটিকে,
ফুলের মতোই পবিত্রতা করে অন্তরে ঠাঁই দিয়েছি
ওর তখন ক্লাস সেভেন ।
একটি ফুল একটি সুখ একটি অন্তর দৃষ্টির অবস্থানকে নাম দিয়েছি “তৃষ্ণা “!
ঈশ্বর প্রদত্ত ফুলেই সুখ যা জীবন প্রপাতে এক সমান্তরাল রেখাপাত করে যায় প্রতিদিন,প্রতিনিয়ত।

বানিয়ে গল্প বলার অপেক্ষা থেমে যায় মাঝপথে,
মস্তিস্ক সুস্থ থাকলে সে সব হয়না কোনো কালেই…
গল্পতো গল্পেই মাতিয়ে ওঠে মন।
বানানো গল্প বলা যায় না বলেই বিগড়ে যাওয়া মানসিক প্রবৃত্তি থেকে একটা শব্দ বেরিয়ে আসে
তা’হলো ভালোলাগার কথাটি।

ইচ্ছের অনুকূলে দাঁড়িয়ে অনেকবার ভেবেছি,
এবার বলবোই….
আর বলা হয়ে ওঠেনি। অষ্টম,নবম করে দশম ক্লাসে পার হয়ে কেবল এন্ট্রাস পরীক্ষার প্রস্তুতিকালেই হঠাৎ
সানাইয়ের শব্দ বেজে উঠলো পূর্বপাড়ায়…

কিন্তু তারও পূর্বে অনেকবার সাক্ষাৎ হলে মুখ ফুঁটে বলা হয়নি তাত্বিক কথাটি!
নয়তো আজ আর নিজেকে দোষ দেবার পথটি
কণ্টকাকীর্ণ হতো না।

হটাৎ বুকের ভেতর দুম করে একটি কালবোশেখী ঝড় বয়ে গেল সাতসকালে;–
কাউকে জিজ্ঞেস করার আগেই কোনো এক বন্ধুর মারফত সারলিক খবরটা পেয়েই গেলাম
সত্যি সানাই কার সৌজন্যে ?

অসমাপ্ত।

মন্তব্য করুন