Skip to content

অপেক্ষার অপেক্ষা–৩ — ramen Majumder

অপেক্ষার অপেক্ষা–৩
—–ছোটোগল্পের আঙ্গিকে কবিতা)
রমেন মজুমদার
০৭/০৯/২০
একদা জীবনের প্রণিপাতে সচিত্র তৃষ্ণা
চুরি করে নিয়েছিল মনটা,
জীবনের ব্যাপকতা কী তা টের পেলাম এখন
বিকেলের বারান্দায় বসে।
কোনোদিন জিজ্ঞেস করা হয়ে ওঠেনি
যখন বেলা পূর্ব বারান্দায় গড়াগড়ি খেত!
এখন ফেসবুক হাতে পেয়েও পাইনি দিন,
তখন ছিল এনালগের যুগ ;
ডিজিটাল এলো,কিন্তু হারিয়ে গেল সে রেখার মিষ্টি হাসিটুকু !

জীবনের প্রথম দেখা ও চাপা হাসি আজও
মনকে নাড়িয়ে দেয় পরতে পরতে,
রাতের বিছানায় ভুলেও আঁকিনি তার ছবি;-
অপবিত্র হবে বলেই মনকে রেখেছি শক্ত।
সে ভাবতো আমি বেকার বাউন্ডেলে….
বিসর্জনের সময়ে মায়ের কপালে দেয়া হয়নি সিঁদুরদান!
তাই বলে প্রাক্তন ভুলে যাওয়াও কঠিন!
ভাবি,আজ না হয় একদিন আসবেই দেবী…
কিন্তু সংসার কৈবল্যে সে যে অন্যের জলায় বিসর্জন হয়ে যাবে তা’ভাবিনি ।
এখন সুদূরে বসে বেলার শেষে খুঁজে নেই
তার প্রোফাইল,
যেখান থেকে কেবল বার্ধক্যের ছবি দেখে
এই চোখ দুটি সার্থক করি পাকাচুলের
বিনুনি দেখে।
—অসমাপ্ত–

মন্তব্য করুন