Skip to content

অপেক্ষার অপেক্ষা–২ – রমেন মজুমদার

অপেক্ষার অপেক্ষা–২
——–(ছোটোগল্পের আঙ্গিকে কবিতা)
রমেন মজুমদার,০৭/০৯/২০২০

ভোর হতেই বুঝতে পারি রাতের বৃদ্ধি পাওয়া
আগুনের দহিত দুধের হাড়ি উথলোবেই…
সময় বাহিত হতে থাকে,
প্রতিদিন কলেজ যাত্রার পথে নজর ঐদিকেই…
একবার অন্তত জানালার ফাক গলিয়ে মুখটা
বার করে খড়ম পায়ের সেই ছেলেটিকে একনজর দেখা,
কলেজ প্রত্যাগমন ও প্রত্যাবর্তন কালে।
তখন বুঝতাম না, যে তার মধ্যে লুকিয়ে আছে
মেকি কিছু ভালোলাগা !
তুমিও জানতে আমিও যে আরষ্ঠ চোখে দেখিনি
সে কথা বললে ভুল হবে।
প্রাতঃকালে আর সন্ধ্যাকালে আমার নিকটবর্তী চাপকলে তুমি আসতে জল ভরতে কালসি নিয়ে।
একদিন আমার অসুখের সময়
বলেছিলে ………ওষুধ খাওতো ?
আমি তখন স্বর্গ ছুঁই ছুঁই অবস্থা !
কতবার যে সেই একই গান গেয়েছি এই মুখে..
“তোমারে লেগেছে ভালো,চাঁদবুঝি তাই জানে”

জীবন সময়ের কৌশলে ঘূর্ণিপাক খেয়ে পাল্টে যায় চলার গতি…..।
সময়ের কাটা ঘুরতে ঘুরতে একদিন তুমি যে
অন্যের হাতে হাত রাখবে,
সে আমার জানা ছিলোনা ।

এখনো প্রোফাইল ঘেঁটে তোমায় খুঁজে বেড়াই..
কোনো চেরহারাই যে মিল নেই সেদিনের সঙ্গে,
তবুও নাম নিয়ে তোমাকে খুঁজে বেড়াই।
জীবন থেকে হারিয়ে গেছে অর্ধশত বছর,
তবুই সেই প্রথম ভালোলাগা আজও মনকে নাড়িয়ে যায় মুহুর্মুহু !

অসমাপ্ত……

মন্তব্য করুন