Skip to content

অপেক্ষার অপেক্ষা-১০ — রমেন মজুমদার

অপেক্ষার অপেক্ষা-১০
————–(ছোট গল্পের আঙ্গিকে বাস্তব সত্য জীবনের কথা)

সময় বাহিত হয়ে চললো, মুজিব একসময় জেলমুক্ত হয়ে এলেন সকলের মাঝে।
আমরা সকলেই তাঁকে গণসম্বর্ধনা দিলাম মাদারীপুর পাবলিক লাইব্রেরি মিলনায়তন হলে।
তারপর দেশের দক্ষিণ অঞ্চলে কালান্তর ঝড়জলে ডুবে যায় গোটা পূর্ববঙ্গের দক্ষিণের জেলাগুলো।
লক্ষ লক্ষ মানুষ ও গবাদিপশু স্রোতে ভেসে যায় বঙ্গোপসাগরে।
আমিও ফিরে এলাম নিজবাড়িতে।
তারপর ভোট,নির্বাচনে আওয়ামীলীগ বিপুল জয়েও ক্ষমতা দেয়া হলোনা পাকিস্তান সরকার কর্তৃক।
মুজিবকে পুনরায় এরেস্ট করে নিয়ে যায় পাকিস্তান।
পূর্ববঙ্গে তখন কসাইখানা মানে গণহত্যা চলছে। শেষে মুক্তিযুদ্ধের ব্যাপক ইতিহাস।
তারপরে দেশ স্বাধীন।

সময়ের ঘূর্ণিচক্রে জীবন নিয়ে পালিয়ে শরণার্থী ক্যাম্পে ভারতে। তারপর দেশ স্বাধীন হলে নিজের কঙ্কালসার ঘরহীন বাস্তভিটায় ফিরে আসা।
অসমাপ্ত)
চলবে

মন্তব্য করুন