Skip to content

অপেক্ষাতে – রাজা চক্রবর্তী

তোমার আসার সময় হয়নি জানি,
সারা শহর পুড়ছে ভীষণ রোদে।
তুমি কিছুই জানো না সেটাও মানি,
অপেক্ষাতেও হয় না আমার বোধ।

অপেক্ষা ও আমি দুজনে বসে ঘাসে,
বাদাম খোসা আর ঘাস ফড়িংও ছিল।
স্মৃতিগুলো পাল্টেই, অন্তর্যামী হাসে,
মনের কথা মন য়ে চিবিয়ে খেল।

হঠাৎ করেই আকাশে দুরন্ত মেঘ,
নামবে বুঝি দু এক পশলা বৃষ্টি।
গাছপালাতে দুলছে বাতাস বেগে,
পৃথিবী জুড়ে নতুনের এক সৃষ্টি।

শোক তাপে ভরা পৃথিবীর মুখ খানি,
সে সব শোকের নাম জানেনা কেহ।
বৃষ্টি এলেই ঘুচে যাবে সে দুঃখ মানি
কান্না ঢেলে হালকা বুকে জড়ায় সেও।

ভিজবে তুমি, ভেজার মতন করে,
চোখের জলের রং যাবে সব ধুয়ে।
অপেক্ষাতে সকল তৃপ্তি যাবে জুড়ে,
সাত রংয়ের সেই রামধনুকে পেয়ে।

বৃষ্টির যে ভীষণ বেয়াক্কেলি খেয়াল,
মেঘের চোখে চোখ মিলিয়ে ঝগড়া।
সে চোখ আমার তুমিও দেখেছিলে,
কান্না ঝরিয়ে দিলে বের করে।

1 thought on “অপেক্ষাতে – রাজা চক্রবর্তী”

মন্তব্য করুন