Skip to content

অপলক চেয়ে থাকো- মোঃ আমিনুল এহছান মোল্লা

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিঃ০৪-১০-২০২০ ইং
**********************
অপলক চেয়ে থাকো উঁচু করে আঁখি
ডানা মেলে দাও হৃদয়ের যত পাখি!
উত্তাল হয়ে গেল তরঙ্গ, জলকলস্বর
মুহূর্তে ব্যাকুল হয়ে গেল,দেহ- অন্তর
গভীরে ভালোবাসা জাগল ধীরে ধীরে
নিস্তরঙ্গ তটিনীর জনশূন্য তীরে
এখন পিপাসা প্রাণে অযুত শুন্যতায়
যদি একটু জল দিতে ভালোবাসার মুর্ছনায়
সেইক্ষণে সঙ্গী হতাম নিরব নির্জন
তুমি হতে স্বর্গীয় প্রথম চুম্বন
দেহ অন্তরে উঠত বাজি পুলক শিরহণ তখনি
পৃথিবী জেনে যেত ভালোবাসার অমর ধ্বনি।
অমৃতের রোমাঞ্চলোক উঠত শিহরি
আজ কেন চক্ষে এল অশ্রুজল ভরি ?
অপলক চেয়ে থাকো উঁচু করে আঁখি
ডানা মেলে দাও হৃদয়ের যত পাখি!
———————————

2 thoughts on “অপলক চেয়ে থাকো- মোঃ আমিনুল এহছান মোল্লা”

  1. মোঃ আমিনুল এহছান মোল্লা ম্যানেজার, মার্কেটিং ফিন্যান্স, বিবিএস কেবলস লিঃ বাড্ডা ঢাকা

    কবতিা ককটেলে সংযুক্ত হতে পেরে আমি গর্বিত । আমি নিয়মিত কবিতা প্রকাশ করতে চাই, আপনাদের সহযোগিত একান্তভাবে কাম্য

মন্তব্য করুন