Skip to content

অন্ধ তবুও -সুপ্রিয় ঘোষ

দু’চোখ অন্ধ যাঁদের,
অন্তরে আলোর সম্ভারে
দেখে তাঁরা অন্ধকারেই,
সময়ের সাথে মিশে,
শব্দকেই ভালবেসে
বাঁচে, একাগ্র দিশাতেই।

শূন্যই ওঁদের অন্তহীন দিশা,
একই রঙের পূর্ণিমা কি অমানিশা!
কালো-সাদার বিভেদহীন সম্ভোগে
সদা হাসিমুখ, এক প্রত্যয়ী যোগে।
তোমার, আমার, দেখানো ঝুলিটা কাঁধে,
আলোর প্রবেশ, ওখানেই বাঁধসাধে ।

মনের বাসায় স্বার্থান্বেষী ভাষা,
অহংও সেখানে উলঙ্গ করে মন,
চোখ থাকলেও আঁধারেই মেলামেশা –
এভাবেই চলে, কুহকিনী এ জীবন !

@সু

মন্তব্য করুন