Skip to content

অন্ধকার – সুমন নন্দী

আজ অন্ধকারে সুখের নদী
চোখ ফোটেনি পূর্ণিমার
অমাবস্যার সোজা ভাগ্যরেখা
ফুল না ফুটলেও দুঃখ নেই আর।
দিনের সাথে রাতের আড়ি
সূর্যাস্তে সুখের সুবাস
আজ বন্ধু যেন আঁধার রজনী
তাই ক্ষমতার আজ প্রবল প্রতাপ।
আকাশের নীচে শোলার স্বর্গ
ঘন তমসারই সব দান
দিনের পর দিন শুধু সময় নষ্ট
অবশেষে সব অবসান।

মন্তব্য করুন