Skip to content

অন্তিম আরোধনা – হিমেল কবি নুর ইসলাম নুর

  • by

আমি অন্তিম কাল ধরে করি আরোধনা
অন্তিম কাল ধরে চলি অগ্নিপথে।
আমি সহস্র বছর ধরে কুড়ায়েছি-
আতোশী ফুলের সুবাস,সহস্র রাত কাটি
নির্ঘুম জেগে জেগে।

আমি স্বর্গীয় সুখ করিয়াছি বিষাদ;
স্বর্গের তরে গড়িতে প্রাসাদ,
আমি জনম জনম ধরে রহিবো
হেথায়,বাংলায়।হয়তোবা ফুল
হয়ে ফুটিবো ফুলের পাশে।

আমি অনাহারি রবো-
জোগাতে কাচাদের আহার,
আমি সাত সমুদ্দুর জমাবো পাড়ি-
হানিতে প্রাণীল বায়ু,জুঁই
কিংবা একরাশি নীল।

আমি মানব জীবন করিবো অনিয়ম
করজোরে দাড়াবো বিধাতার তরে,
মানব প্রেমের স্পর্শটুকুন নাও।
বর মাগি-
ফের যেন আসি ফিরে বঙ্গজনে।

মন্তব্য করুন