Skip to content

অন্তর্জলি যাত্রা

মাকড়সার জাল ভাসছে হাওয়ায়
ঠিক মাঝখানটায় বসে মাকড়সাটা
আপন সাম্রাজ্যে সেই তো রাজা ।
আমিও বুনেছি একটা স্বপ্নের জাল
পার্থক্য শুধু একটাই … মধ্যমণি তুমি
আমার স্বপ্নের রাজ্যে তুমিই রাণী ।
হঠাৎ ছিঁড়ে গেল মায়ার বুনন
তুমি পাখি হয়ে উড়ে গেলে অন্য ঠিকানায়
আমার স্বপ্নের সাম্রাজ্য মুহূর্তে ভেঙে গেল ।
কিছু সম্পর্ক বাঁধা পড়ে ভালোবাসায়
কিছু সম্পর্ক বাঁধা পড়ে বাধ্যবাধকতায়
আমার ছিল ভীষণ ভালোবাসার অহংকার !
বারবার চেয়েছি ছেঁড়া জালটা সেলাই করতে
সম্পর্কের গভীর থেকে গভীরে যেতে
হতাশায় অপলকে দেখেছি চাঁদকে বিনিদ্র রাতে ।
ঠিক করেছি আর বাঁধব না স্বপ্নের বাসা
আমার সাম্রাজ্য স্বপ্ন দিয়েই আঁকা থাক
শেষ ইচ্ছে স্বপ্ন মেখে করব অন্তর্জলি যাত্রা ।।

মন্তব্য করুন