Skip to content

অন্তরা— পূজারী কুণ্ডুয়াশিস

থিক থিক লোকজন;
পাগলাটে সেই, আমি।
অন্তরে অন্তরা–
অন্তর মনে হয়; যায় থামি!

দেখা নেই, চেনা নেই;
তবু দিশেহারা মন!
ভাবে মন অনুক্ষন,
মন ছুঁয়ে যেতে চাই; উচাটন!

কার ও অন্তরে মোর:
নেই ঠাঁই,নেই ঠাঁই —
তবু ভাবে। এই মন,
ছুঁয়ে দেবে; কার দায়?

খুল যাবে পরাণের
আগলের সব বাঁধ।
মিল মিশ দুজনার;
ছিল সাধ, আছে সাধ।

ঘন ঘন নিশ্বাস;
সাথে বাস;আছে শ্বাস।
পেতে পারে আশা নেই;
পাব তবু। এইটুকু বিশ্বাস!

অন্তরে অন্তরা—
তার মনে উঁকি কার?
লাভ নেই ভেবে মন।
সে আমার; সে আমার।

থাকে যদি সাথী তার;
দুখ্ নেই শরীরে।
মন ভারী, দেয় পাড়ি;
অন্তরা! অন্তরে।

ভালো থেকো, থেকো সুখে;
রেখো সবে হাসি মুখে।
বুকটার এক কোণে
রেখো ধরে! আঁকি বুকে থাকি সুখে।

মন্তব্য করুন