Skip to content

অন্তরাল – অথই মিষ্টি

“ অন্তরাল “
অথই মিষ্টি

আজি অভিমানী আমি
করিয়াছি ওহে তেমার পরে অভিমান ।
তবুও নাহ্ , পারি নাই তোমারে ভুলিতে
এ নষশ্বর দেহের তুমিই তো পরান ।

ওহে কতই না ভাবিয়াছি তেমারে আপন
কতইনা টানি প্রেমো টানে ।
জানি তা তোমার অজানা আজও
তবুও তোমারেই এ মন অতিব আপন মানে ।

চেয়েছো কি ওহে তুমি জানিতে
চলিতেছে কি আজি আমার এ মনে ।
আপনার মতো আছো তুমি আপনাতেই থাকো
তবুও কেন যে এ মন তোমারেই এতোখানি আপন মানে ?

1 thought on “অন্তরাল – অথই মিষ্টি”

মন্তব্য করুন