Skip to content

অনুরাগী

সৃষ্টি হয়ে অন্য সৃষ্টি কে বাসিবে ভালো
সৃষ্টির সেবায় পাবে পরিত্রাণ জানি
তৃষ্ণার্থ সমাজে দাও প্রেম,প্রীতি,পানি
প্রেমহীন মর্তে ভক্তি,স্নেহ দীপ জ্বালো।

প্রেমিকের রক্তে থাকে প্রণয়ের আলো
প্রেমি প্রেম গুপ্ত রেখে নাহি হয় মানি
দেহ মন দিয়ে করে সেবা নয় হানি
চক্ষু জলে ব্যক্ত প্রেম দূর হয় কালো।

প্রীতি ছাড়া স্বার্থপর, নহে অনুরাগী
প্রণয়ী শঁপে জীবন পরের সেবায়
মরেও মরে না প্রেমি হয় কীর্তিমান।

প্রেম প্রীতির জীবন গড়তে বিবাগী
মর্তে মানব অসুখী হতে এটা দায়
স্বর্গে ফল পেতে করো প্রেম ভিক্ষা দান।

মন্তব্য করুন