Skip to content

অনুভূতির সবটুকু দিয়ে – মোঃ আমিনুল এহছান মোল্লা

অধিকার ছিল না, তবু একটু বেশীই চেয়েছিলাম,
হয়তো ভালেবেসেছিলাম, তাই অনুমতিটুকু নেইনি
অফুরান মন দিয়েছি, করায়ত্ব করেছি
অবুঝ অনুভূতির সবটুকু দিয়ে
আর হয়তো এ কারনেই—–
তুমি এতো তুচ্ছ করেছো, এতো অবজ্ঞা করেছো
আমার বুকে পুষে রাখা যে তুমি, যে নন্দিনী
আজ দেখলে মনে সে তুমি এ তুমি নও
নিজেকে খুব অপরাধী মনে হয় , কেন এতটুকু
মন দিয়েছিলাম, ভালোবেসেছিলাম—
হয়তো একদিন তুমিও চিতাগ্নি হবে সন্ধ্যা নদীর তীরে
উত্তাল তরঙ্গে ভেসে যাবে কোন এক অজানা দিগন্তে
হয়তো মৃত্যুও হবে দু’টি হৃদয়ের
হয়তো ভালোবাসার উপলব্দি পৌঁছবে না
তবু ভালোবেসেছিলাম কোন এক নন্দিনীকে
কেননা অফুরান মন দিয়েছি, করায়ত্ব করেছি
অবুঝ অনুভূতির সবটুকু দিয়ে—
—————————————————-

মন্তব্য করুন