Skip to content

অনামিক-২ – ফরহাদুল ইসলাম মোহন

অনামিক-২
—————————————
জন্মাবধি গড়তে দেখেছি দুঃখের চিরতুষার,

উচ্চউষ্ণেও গলেনি, ভুলিনি,কষ্টের চিরনীহার।

দিয়েছিলো যারা দুঃখ-কষ্ট, অপমান ভুরিভুরি,

ক্ষমার পাহাড় কাঁধে ঝুলিয়ে তাদের খুঁজে ফিরি।

কোলাহলময় চারিপাশেতে নিরব অশ্রুজল,

প্রেমিকার মতো মুছে দিয়েছে আমার দীঘির জল।

প্রতিকূলতার মেঘ কাটিয়ে শরৎ হতে চেয়েছি,

মেঘ কাটিয়ে স্বচ্ছাকাশে তুমায় পাশে চেয়েছি।

দাওনি সাড়া,কল্পে নাড়া, ভেবেছো তিমির কালো,

সেই কালোকেই ভালো ভেবো;
ভুবনমোহিনী আলো।

মন্তব্য করুন