Skip to content

অধিকার- রমেন মজুমদার

অধিকার
রমেন মজুমদার, 24/07/23
—-
হায়রে জীবন! মানুষ নামের ফানুস আমরা,
ক’জন মানুষ হিসেব খাতায় ?
এক ফকিরের পেটে ক্ষুধা,উদোম শরীর জীর্ণ জুতা…
দূর দূর করে তাড়ায় সবে,দেয়না ভিক্ষা কেউ,
জটবাধা তার সাদা চুলে পূর্ণ মাথায়।।

মানুষ নামের ফানুস আমরা কজন আছে বাবুর দলে,
দিন মজুরের শ্রমের ঘামে দেশ উন্নয়ন ক’জন বলে?
গাড়ির চাকা ছুটছে কত, রেল গাড়িটা যত্রতত্র ;
সেই গাড়িতেই ফকির-বাদশা,কুলি মজদুর;
অনাহারীজন ছুটছে শত!

পায়না ভাত মাথায় হাত ! বস্তিজীবন রাস্তার ধারে,
কুলির শ্রমে গড়ছে শত অট্টালিকা চৌদিক ঘিরে!
লক্ষ বুকের রক্তে গড়া,শহরের পর শহর ভরা!!
ইটের ভাঁজে কতপ্রাণ মৃত্যুদিয়ে লিখেছে নাম…
বাবুরা তাই নিঙরে নিচ্ছে দিন মজুরের পাঁজর চিরে।।

পাঁচটি টাকা ভিক্ষা দিতে কার্পণ্যমন হাজার জনের!
এই যে তোমরা চলছ যেথা, রেলগাড়ি আর বাসের কথা–
তাদের ঘামেই গড়ছে এটি তবে কেনভিক্ষা দিতে,হৃদে ব্যথা!!
তোমার বাড়ির ইটপাথরে ন্যায্য টাকা খরচ কত?
পারবে কি তা বলতে?
-দুই নম্বরি বেভুল পথে বাড়তি যোগান আছে তাতে;
হিসাব ছাড়া লক্ষশত!!

জাগে যদি সেই জনতা– ক্ষুধায় আছেন হেথা হোতা!
প্রতিবাদের ওঠলে সুর তোমার কেন মাথায় ব্যথা ??
মুখোশ খুলে দিলেই তারা,বাড়বে কি মান তোমার কথা?
মানুষ নামের ফানুস পোশাক,চামড়া তুলে করবে ভোঁতা।।

ওই পথ যে কলুষিত, রাজপথ কি আছে ভালো ?
রাজনীতি আর দূষণনীতি দুই মিলে করছে কালো;
হচ্ছে ক্ষতি সমাজের সুখ, নিরীহপ্রাণ যাতায় পেষা;
ঝাণ্ডাধারী,রঙবাহারি; স্বার্থ নিয়ে কাড়াকাড়ি!
গরিবের কী হয় উন্নতি ?– ওটাই বুঝি ওদের পেশা ।।

ক’জন ভালো ক’জন ভালো ? ছল চাতুড়ির ঘৃণার আলো;.
দেশটাকে আজ যাচ্ছে নিয়ে রোগভরা শোক আঁধার কালো !!
কুর্শি দখল রাজার চেয়ার না হলে তার মাথা গরম !
খুনখারাপি বোমাবাজির চলছে নিত্য,নেইতো শরম!!
জাগুগ এবার আমজনতা,করতে সাজা হাতে তুলুক পায়ের খড়ম।।

এই নিখিলের বুকেভরা ব্যথায়পূর্ণ হাজার অসুখ!
দাও ভেঙে আজ বুর্জোয়াদের, ফণাতোলা
মুখোশের মুখ !!
তোমার টাকায় দাগ লেগেছে গরিব বুকের রক্তের ছাপ!
ক্ষুধার্থ প্রাণ জাগলে তবে,ভাঙবে তোমার শোষণনীতি;নাইরে মাফ ।।

সাবধান হও, বুর্জোয়াদল!! দাও অধিকার ভাতকাপড়ের;
বন্ধকরো খুনেরনীতি;জাগাও মনে মহান প্রীতি;
সৌহার্দ্য সুখ জাগুক তোমার পাষাণবুকে
নব্যঢের ;
সাম্যপ্রীতি দাও অধিকার; ভাতকাপড়ে যা আছে তার;
ফিরিয়ে দাও;বাচঁতে দাও; দিনভিখারির
ক্ষুধাপেটের সব অধিকার।।

 আসুক ফিরে সুস্থধারার সমাজচিত্র রঙ্গিন প্রভাত;
রুদ্ধঘরের তালাভেঙে প্রবেশ করাও আলোর প্রভাত!
আজ মুছে যাক চিরতরে শোষণনীতির
জাত কি অজাত !!
প্রীতির ডোরে বাঁধ তোমরা সঙ্গে নিয়ে ভুখার দলে;
দিনমুজুরি,দিনভিখারী; কুলি মজদুর সবাইকে নিয়ে…
ভাগ্য ফিরাও; অধিকার দাও ভাত কাপড়ের আজ তা হলে।।
—-শিখামন্দির।।

মন্তব্য করুন