Skip to content

অদৃশ্য তুমি, অথচ সর্বত্র তুমি – প্রসূন গোস্বামী

সকালের কুয়াশায় তোমার পায়ের ছাপের সন্ধানে
আমি হাঁটি, তুমি না থাকলেও
মধ্যাহ্নের বাতাসে তোমার কণ্ঠস্বর
আমি শুনি, তুমি না থাকলেও
নদীর স্রোতে তোমার আলিঙ্গন
আমি অনুভব করি, তুমি না থাকলেও
বেলিফুলের গন্ধে তোমার চুম্বনের স্বাদ
আমি পাই, তুমি না থাকলেও
গোলাপের রঙে তোমার হাসির দ্যুতি
আমি দেখি, তুমি না থাকলেও
তুমি ছিলে না, তবু আমি তোমাকে পেয়েছি
প্রকৃতির প্রতিটি মুহূর্তে, প্রতিটি রূপে
আমি তোমাকে পেয়েছি, আমার হৃদয়ের গভীরে

মন্তব্য করুন