Skip to content

অদূর সুখবাস- ফরহাদুল ইসলাম মোহন

চলো নক্ষত্র হয়ে তারা’দের গুনি অসীম ছুঁয়ে যাই নৈশব্দ শুনি
চলো বৃষ্টি ভিজে আজ সৃষ্টিতে খুঁজি প্রিয়সব সুখে’দের রাণী
চলো গল্পতে মেতে উঠি কল্পে ডুবি জীবনের আওয়াজ শুনি
চলো প্রসারিত করি অসার্থক প্রেম চলো তুলি জীবন-ধ্বনি।
চলো নাড়ি কড়া জীবনের দ্বারে
জীবন তো নয় সীমাহীন
চলো কষি হিসাব তোমার আমার
খাতাটাই অস্তিত্বহীন।
চলো গুনি আজ কতটা সময় পার করেছি তুমিহীন
চলো ভাবি আজ দুজন যোজন পাড়ি দেবো শর্তহীন।
চলো লিখি আজ সব অলেখা, যতসব অলীক কল্পনা
চলো গড়ি আজ মায়ার পাহাড় জীবনযাপন ভাবনা।
চলো দেখি রাত, সুবিনয় ভোর,হেঁটে হেঁটে যাই বহুদূর
চলো হিমু হয়ে ঘুরি জীবনে উড়ি সময় তো নয় বেশিদূর।
চলো বাঁচার তরে বিষাদের পরে একসাথে বাঁধি প্রিয় সুর
চলো বৃষ্টিতে আজ সৃষ্টিতে খুঁজি, সুখবাস এই তো অদূর।
~ফরহাদুল ইসলাম মোহন
০৫-০১-২০২৩।

মন্তব্য করুন