Skip to content

অত্যাচারের প্রতিফল — জামাল ভড়

শাসক যতই হোক না কেন
যতই অত্যাচারী
এক সময়ে লোকে নেবে
ঠিক বদলা তারই ।
ইতিহাসে এর নমুনা
অনেক কিছু পাই
সবার আগে মনে পড়ে
চশেস্কু নিকোলাই ।
অত্যাচারী শাসক ছিলেন
ঐ যে দেশ রোমানিয়ার
জনগণের হাতেই শেষে
মৃত্যুবরণ তার ।
আরেক শাসক সাদ্দাম হুসেন
ইরাক নামের দেশ
জনরোষের শিকার হয়ে
হয়েছিল শেষ ।
হাল আমলে পাশের দেশে
দ্বীপরাষ্ট্রখান
সঙ্গোপনে পালিয়ে গিয়ে
বাঁচায় দেখি জান ।
এসব দেখেও বাকি শাসক
না হলে সতর্ক
আসবে না কি বিপদ তাদের
আছে অনেক বিতর্ক ।

মন্তব্য করুন