Skip to content

অতি অভাব – কবি শাহিন আলম

দেশে দেশে অতি অভাব
নিত্য পণ্যের দর বেড়েছে,
মানব আরো হিংস্র হচ্ছে,
মনুষ্যত্বের বুঝি অভাব।।

দেশে দেশে অতি অভাব
ধনীর আসনে ধন বাড়ছে,
গরীবের পেট ক্ষুধা থাকছে,
নেইকো সঠিক হিসাব।।

দেশে দেশে অতি অভাব
মানুষে মানুষে হানাহানি,
ধর্ম নিয়ে বাড়াবাড়ি,
এইতো জ্ঞানের অভাব।।

দেশে দেশে অতি অভাব
সম্মানী স্থানে নেই সম্মান,
সৎ লোকে পায় অপমান,
এইতো নিত্য স্বভাব।।

মন্তব্য করুন