Skip to content

অটোগ্রাফ – প্রভাত মণ্ডল

  • by

ছেঁড়া চপ্পল পড়ে বাড়ি ফেরার
সেই তাগাদা
রামু কাকার দোকানের ফেবারিট চা,
জমিয়ে আড্ডা
রাস্তার ধুলোগুলোর জড়িয়ে ছিল কত
ভালোবাসা
কোন কুলুঙ্গিতে রাখা জন্ম কুন্ডলী
কারোও নয় অজানা
গলির শেষে তোমার বাড়ি
কত আনাগোনা
একটি সকাল হঠাৎ সেই গলিতে
তোমার গাড়ী
চেনা গলি তবু আজ তার
সাথে আড়ি
স্পর্শকাতর ফতোয়া নাকে রুমাল
গাড়ী এগাও তাড়াতাড়ি
কেউ জেনে না ফেলে পাছে
অতীতে বিস্মৃতি
অহর্নিশি অহংকারে বিধ্বস্ত তোমার
বাস্তব
অতীত স্মৃতি চেয়ে ফেরে
অটোগ্রাফ প্লিজ অটোগ্রাফ

মন্তব্য করুন