Skip to content

অজানা – দীপঙ্কর সাহা (দীপ)

আমি যারে ভালোবাসি ওগো
             সেও কি আমায় ভালোবাসে এতো।
                       জানি না   –   জানি না
               তাহার চোক্ষে আমার মূল্য কত।।

                 সে যে আমার নয়নে-মর্মে
                সে যে আমার স্বয়ন ও স্বপ্নে,
         আমার বেলা যে যায়,তাহার ভাবনায় ওগো
                 বুঝি তাহার হাল আমারই মতো
                     জানি না    –    জানি না।।
               তাহার জীবনে আমার দাম কত।।

                   যখন তারে পাই না কাছে-
                   যখন তার কথা পরে মনে
          তখন হৃদয়ের যাতনা পারি না সহিতে
        হৃদয় কেঁদে একূল ওকূল দুকূলই ভাঙে।

          বুঝি আমার মতো তাহার হাল এমন
                     জানি না    –     জানি না।
         বুঝি সেও কি আমারে মনে করে এতো
           অলস সময়ে,কাজের ফাঁক,অনুখণে
                      জানি না    –     জানি না।
                             আমার মতো
             সেও কি আমায় ভালো বাসে এতো।।

মন্তব্য করুন