Skip to content

অচেনা অতিথি — নজরুল ইসলাম খান

অচেনা অতিথি
——————–
————-নজরুল ইসলাম খান

বড় যত্ন করে , এনেছিলাম ঘরে,
অচেনা অতিথি ।
দিনে দিনে তারে, দেখে বারে বারে ,
করেছি আপন সাথী ।
সারা মন দিয়ে , সব রং নিয়ে ,
সাজিয়েছি তারে আমি ।
মনি মুক্তা ফেলে , হৃদয় মেলে
তারেই জেনেছি দামী ।
শুধু ক্ষণে ক্ষণে , আমারই কর্ণে
তারই নুপুর বাজে ।
খুজতে যাইনি , আর কী পাইনি,
জগৎ সংসার মাঝে ।
হঠাৎ দেখি আজ একি !
কেমন করে তা হয়?
জীবন ভরে, চেয়েছি যারে,
এ আমার সে নয় ।
আমারই পাখি , দিয়েছে ফাঁকি ,
আমার আঙ্গিনায় থেকে ।
চিনিনাই ফুল , করেছি ভুল ,
শত বার দেখে দেখে ।

২১/১০/২০২১
টুটপাড়া, খুলনা

মন্তব্য করুন