Skip to content

অঙ্ক – রুদ্র রবি

রাস্তা ফাঁকা একলা বিকেল পকেট ভর্তি নরম জল
বৃষ্টি নিয়ে চলছি যখন পুড়বে তোমার মফস্বল

অথচ দিন কেটেই যাবে যেমন ভাসে মরা মাছ
ব্যালকনিতে আওয়াজ পাবে বুকের ভেতর টুকরো কাচ

আওয়াজ পাবে একলা রাতে সন্ধ্যা তারাও চাইবে ঋণ
আমার নামে লিখছো চিঠি আমি তখন ঠিকানা হীন ।

মন্তব্য করুন