Skip to content

অক্সিজেন চাই – সাকিব জামাল

এ পৃথিবীর বুকে-
বুক ভরে শ্বাস নিতে চাই ।
সেই বাতাসে পর্যাপ্ত অক্সিজেন আমার অধিকার !
আচ্ছা, শিল্পায়ন তোমার অধিকার । মানি , তবে –
কার্বন নি:সারণ, পরিবেশের ক্ষতি-
তাও কি তোমার অধিকার !
কোন যুক্তিতে ?
সব শিল্পোন্নত দেশ, গবেষণা বাড়াও-
পৃথিবী থেকে দ্রুত কমে যাচ্ছে অক্সিজেন !
কিন্তু, দুষণমুক্ত বাতাসে আমার পর্যাপ্ত অক্সিজেন চাই, চাই, চাই ।
ক্ষতিপুরণ-চাইনা । অনুদান- চাইনা । ঋণ- প্রশ্নই আসেনা !
চিন্তা করো মোদাচ্ছের-
আমার অধিকার করে খর্ব
কিভাবে করবে তুমি- তোমার উন্নয়নের গর্ব ?

মন্তব্য করুন