Skip to content

অক্সিজেন ও ধূলা-মুহাম্মদ সিয়াম হোসেন

আমার শহরে অক্সিজেনের চেয় ধূলা বেশি।
জীবনের থেকে সময়ের মূল্য আরো অধিক,
পদে-পদে যেনো দূষিত বাতাস খেলছে দোলা,
দানবের চিৎকারের আতঙ্ক তার নিত্য রূপ।
নাসিকা রন্ধ্রে নাই যার মোটে দুগোছা লোম।
ভারী হয়ে উঠা নিঃশ্বাস
গুলোর জড়তাঘাতে ঝুলছে খুলি ।
ধুসর ধূলার তুষারপাতে প্রজন্ম পায় মরণাঘাত
আমার হাতের কলুষ গানে সভ্যতাকে মারছি গুলি।

মন্তব্য করুন