Skip to content

।। অরণ্য আমার।।

।। অরণ্য আমার।।
মৌমিতা বন্দ্যোপাধ্যায়
( বনলতা)
প্রশান্ত মহাসাগরের বুকে ভেসে
পৌঁছেছি পৃথিবীর অরণ্য সভায়।
কাঁচা জোছনায় নিলামে-
আমার হৃদয়ের দশ কলসী
ভালোবাসা দিয়ে
কিনেছি বিশ্ব অরণ্য।
ইউক্যালিপ্টাসের গন্ধে ভরা
আকাশ আমার একক বাসস্থান,
পৃথিবীর সব অরণ্য আমার।

প্রশান্ত মহাসাগরে –
সীগালের ডানায় কিরণের ছোঁয়া।
পথ ভুল করা নাবিকের কাছে
ডলফিনের আনাগোনা।
ঘূর্ণাবর্তে দোল খায় নাবিকের জাহাজ
সীগালের ডানায় তীরের ঠিকানা।

শুক্লা দ্বাদশীর মড়া জোছনায়
বনাঞ্চলে তারার মালা পরা জোনাকীরা
রুদ্র ভৈরবের ত্রিনয়ন জ্বালে বিচারের আসনে
অপরাধীকে সাজা দিতে।
অন্ধকারে ধূসর ঘাসের চাদরে ঢাকা
হায়নার দল পাহারায় রত
চোরা কাঠের বাজারে।

পৃথিবীর সব অরণ্য আমার
এই অরণ্য বন্য প্রানীদের ইন্দ্রপুরী-
সেখানে মানুষের প্রবেশ নিষিদ্ধ ।
অস্তরাগের ছটা আর সপ্তমীর জ্যোৎস্না
গেছে আমার অরণ্যে মধুচন্দ্রিমা যাপনে।।

মন্তব্য করুন