Skip to content

সবুজ মেরুনের দেশে – সৌরভ সরকার

সবুজ ঘাসের হাল্কা ছোঁয়ায় ক্ষীণ জলরেখায়
যেতে চাই হেঁটে হেঁটে সবুজ মেরুনের দেশে
হয়তো এরূপ হবার কথা ছিল

গ্রীষ্মের প্রখর তাপে দলবদ্ধ মেঘবালি দেখায়
যেতে চাই ভেসে ভেসে সবুজ মেরুনের দেশে
হয়তো এরূপ হবার কথা ছিল

তীক্ষ্ম শীতের ছোঁয়ায় ধূসর পাহাড় ছাড়িয়ে
যেতে চাই ডানা মেলে সবুজ মেরুনের দেশে
হয়তো এরূপ হবার কথা ছিল

বৈকালে জীর্ণ মাটির বুকে স্থির হয়ে দাঁড়িয়ে
প্রকৃতি মাঝে ভাবি ভোরের স্বপ্ন নাকি অদৃশ্যে
ভরা অচেনা প্রকৃতিময়ী মুখ ছিল

ঐতিহ্যবাহী সবুজে ঘেরা সবুজ মেরুনের দেশ।

মন্তব্য করুন