Skip to content

সত্যের এ-দুর্দিনে- মোঃ আমিনুল এহছান মোল্লা

সত্যের তরী দিল পাড়ি সাগরের তরঙ্গ ভুলে
মিথ্যে ডুবেছে ঝড়ের হাওয়ায় অথৈ গভীর জলে।

তবু প্রাণ তাগুদের লোভে কালি ঢালে বিষম বিষে
সত্যে যেন মূর্ছি গেছে ক্ষণিকের পৃথিবী মিশে,
চৌদিকে অসত্যের দল খেপেছে,
খুঁজে না পায় দিশে,
সত্যের এ-দুর্দিনে বিজয় খুঁজো কি সে?

নিখিলের প্রাণ উদাস হয়ে কোন অভিসারে?
আলো ভুলে আলো খুঁজে নিবিড় অন্ধকারে!

কোন পরাজয় যে আসবে ধেয়ে কে জানে তার গতি!
পথ হারা পথিক দিবে কি আলো হে সত্যের মহারতি?
যে মিথ্যের মন্দিরে ছুটেছো তুমি দিবারাতি
সেতো দুর্দিনে হবে না কভূ বিজয়ের সাথি

এই তাগুদের তুফানে এই অন্তরে করো সত্যের পূঁজা
হয়তো পেয়ে যাবে কোন আলোকিত রতনের বোঝা
সত্যের এ-দুর্দিনে বিজয় খুঁজো কি সে?
অন্তর খুলে দেখো সে তোমারই পাশে।
—–২৭-০২-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

মন্তব্য করুন