Skip to content

শূন্য নিমন্ত্রণ -দেবাশীষ ভট্টাচার্য

নিমন্ত্রণ করেছে কর্তব্যবোধ রাতের জলসায়,
ঢেউ দিয়ে আস্কারা দেয় পাতা,
জলের ট্যাঙ্কে আটকে রয়েছে জ্যোৎস্নার মুখ ,
পারচারী করে চলেছে আজন্ম কবিতা!
সেজে চৌহদ্দির কামনা বাসনার থালা,
পরেছে ঝি ঝির সুরে নিঝুম গলার মালা ,
পরপর আসছে কুকুরের দল খুঁজতে পৃথিবী,
আস্তাকুরেময় খুঁজে চলেছে খিদের গভীরতা!
এদিকে আমার বুকে একটা গ্রহের বাস,
প্লুটোর পর দূরত্বের বিচারে স্বপ্ন গুলো হাঁসফাঁস,
কখন যেন ফিরে গ্যাছে বনানীর কোমল শেকড়,
চলেছে দুচোখে অঝোরে ফোয়ারা নির্ঝর!
প্রাচীন সংস্কৃতি ফেলে জেগে রয়েছি চেয়ে,
জলসায় আসেনি আমার ইতিহাস একঘেয়ে,
উৎসবে মুখর নদীর কিনারে শীতল বাতাসের বাস,
শূন্য ঘরে নিমন্ত্রণ বিহীন আমার একলা অবকাশ!

মন্তব্য করুন