Skip to content

শিরোনামহীন-৩- রুবাইয়াত

মাঝেমধ্যেই একাকিত্বের ফাঁসে নিঃশ্বাস বন্ধ হয়ে আসে –
ঠগীর ফাঁসের চেয়েও কঠিন সে ফাঁস,
রন্ধ্রে রন্ধ্রে যার লুকিয়ে আছে বাবলার কাঁটা,
কণ্ঠনালী চিড়ে রক্তাক্ত করে,
কিন্তু উপহার দেয় না কাঙ্ক্ষিত মৃত্যু |
প্রমিথিউসের মতো প্রতিদিন বেঁচে উঠি
কষ্টের ঈগল ছিঁড়েখুঁড়ে খাবে বলে |
মাঝে মাঝেই মনে হয় একফোঁটা বাতাস নেই কোথাও –
আমি যেন পানি থেকে তুলে আনা এক মৎসকন্যা
মানবিক সব অনুভিতি নিয়ে
খাবি খাচ্ছি প্রেমহীন ভূতলে |

মন্তব্য করুন