Skip to content

ভয়ের ভালবাসা- শুভঙ্কর দাস

ভালোবাসি বলে কী, করিব ডর?
জানিতাম না সেই কথা।
তুমি ভয়ে ভৃত্যস্থ,
মোর হৃদয় তোমা বিনে একা।
জীবন যৌবন করেছি দান,
গ্রহণ কর মোরে।
ভয় পাইয়া যদি থাকো আড়ালে,
আমারে হারাইবে চিরতরে।
ভালোবাসো যদি বলিতে না পার ,
তবে কী রইল ভালবাসা।
আমি তো বলিব না তোমারে,
তুমি যদি না বলো মোরে।
খাতার পাতায় লেখিয়া রাখিব,
মনের গভীরে রইবে গাঁথা।
তুমি তো সেটাও পারিবে না,
যদি কেহ দেখে নেয় সেই পাতা।
ভালো যদি বাসিতেই হয়,
ভালোবাসিয়া দেখ আমারে।
পাতাই লিখিয়া রাখিলেও,
আমিও যে পড়িবো তোমারই দলে।
তুমি কি ভাবিলে?
আমি ভালোবাসায় বীরু।
না গো! আমিও সেই ভয়ে ভীরু।

মন্তব্য করুন