Skip to content

বিষন্ন সংগীত – কবি মোহাম্মদ মকিজুর রহমান

  • by

ভালবাসা ডুবো গেছে কালো আঁধারে
হৃদয়ে জমে আছে যন্ত্রণার ব্যথা
কারোর জানার কথা নয়
বিষাধ সিন্ধুর মতো পৃথিবীর জীবনে যত লাঞ্চণা
বুকের ভেতরের লিভার কলিজা হৃদপিণ্ড
পুড়ে গেছে,বিষম যন্ত্রণায় কাটে প্রতি প্রহর,
আঁখি দিয়ে ঝরে রক্তঅশ্রু, দমকে দমকে
জ্বলি অনলে
মনের আকাশে বয়ে যায় বিষন্ন সংগীত।
পাওয়া না পাওয়ার অন্তর দাহ,
নিয়মিত দহিছে অনবরত।
বলা না বলা হাজারো বুকফাটা বেদনা সুপ্ত দহন হয়না বিরত।

মন্তব্য করুন