Skip to content

বিপ্লব আসছে – বিপ্লব শীল

  • by

ঘরের ভিতরে ফুলের বাগান;
ঘরের বাইরে মরুভূমি।
কত দিন আর চলবে এভাবে ?
বিপ্লব আসছে
তাই আটলান্টিকা থেকে।
পুকুরের জল সুমিংপুলে,
ঘুমিয়ে আছে নদী।
চাতক পাখি স্বিন্ন শরীরের পচাগলা ডোবায়
বৃষ্টি নামায় যদি !
বিপ্লব আসছে
তাই সাগর পেরিয়ে দেখি।
শীতের চাদর হারিয়ে গেছে যদিও, তেতে আছে খুব রৌদ্র;
জ্বর এসেছে পৃথিবীর নাকি—
বিপ্লব আসছে
তাই করতে জলযুদ্ধ।

প্রতিদিন রাতে খুন হয়, ধর্ষিত হয় যারা,
বিচার পাবে কি—
বিপ্লব আসছে
তাই এবার হবে জব্দ।
হবে না কোনও শব্দ, হবে না কোনও কথা;
ছাতার মাথা ! সেদিন হবে যেন কত খ্রিষ্টাব্দ ?
বিপ্লব আসছে
তাই এবার হবে পথ অবরুদ্ধ।

আর কত দিন,
আর কত রাত স্বৈরাচারী রাজত্ব করবে তুমি,
মানুষ ?
অমানুষ তুমি; নিরীহ পশুপাখিদের খেলাঘর ভেঙে
অট্টালিকা বানিয়েছ
আর বৃষ্টি নামিয়েছ ফোয়ারায়।
বিপ্লব আসছে
তাই বাতাস বইছে হাওয়ায়;
বিপ্লব আসছে
তাই
বিপ্লব আসছে।

মন্তব্য করুন