Home / কবিতা / বাসনা – কবি মোহাম্মদ মকিজুর রহমান

বাসনা – কবি মোহাম্মদ মকিজুর রহমান

সুবাস দিও বকুল তুমি
আমার হৃদয় পাণে
অন্তর্যামী নয়ন জুড়াই
মুগ্ধা তোমার রুপে।

চারদিকে আজ সুরের মেলা
ভাসিয়ে দিলো বাতাসে,
উজানে ছুটি মাতাল প্রাণে
তোমার প্রেমের টানে।

সুখের স্বর্গে ভেলায় ভেসে
মজিতে চাই সংগোপনে,
গভীর নিশি নৌকা বিলাশ
করিব দুজনে।

সরল প্রেমের পরশ মেখে
বেরিয়ে যাব গহিন বনে,
আজকে আমরা হৃদয় পাণে
গাঁথবো প্রেমের মালা।

তোমার আশায় রহিলাম বসে
নিশি হল ভোর,
মনের সাধ রহিলো মনে
গোপন কথা জানিলো লোকে
মিটিলোনা আশা
তাই আমার দুঃখের মাদল
বাজে অন্তরে।

About mokizur rahman

mokizur rahman

মন্তব্য করুন