Home / কবিতা / বন্ধন – কবি মোহাম্মদ মকিজুর রহমান

বন্ধন – কবি মোহাম্মদ মকিজুর রহমান

একি আনন্দ বন্ধু? একোন বন্ধনে?
আমাকে জড়ালে,সকলি দেখি সবুজ শ্যমল
সকলি আমাকে করিলো আপন একোন বন্ধনে?

ভালবাসার সুখে ভরা সাগর নদী অনন্ত গিরি
মাতৃস্নেহে লালিত বন্ধন চিত্ত তটে
আহা্ কি মধুর বন্ধনে রহিয়াছে কত কাল ধরে
নতুন স্রোতে ঊষার আলো জীবন করিলো রঙিন
পিপাসা ক্ষুদা মিটাতেছি প্রতিদিন
হাসিমুখে গাঁই গুনগান তোমার সেকি?
সহজে আশা পুরণ হয় ভালোবাসা অন্তবিহিন
সমস্ত বিশ্বে ভালবাসা আকাশ জুড়ে,
ভাবনার আকর্ষণ, জনমে জনমে
পূর্ণ করি মোর সকল চাওয়া পাওয়া
জীবনের আর কি আছে স্বাদ
তোমার আশ্রমে লালিত জীবন
মাতৃবন্ধনে আছি কত সুখে
মুক্তির মুক্ত হাওয়া লাগো মোর গায়ে!!!

About Mokiss Reza

Mokiss Reza

মন্তব্য করুন