Skip to content

প্রেমনদী-জলরেনু

প্রেমনদী-জলরেনু
– অবিরুদ্ধ মাহমুদ
☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆
নীলগিরি পাহাড় চূড়ায়
আকাশের খুব কাছাকাছিই ছিলাম আমি
তবু মেঘ গুলো আমায় ছুঁয়ে দেখেনি
যে মুখে তোমার হাতের স্পর্শ লেগে আছে
যে ঠোঁটে লেগে আছে তোমার ঠোঁটের প্রেম
সেখানে কি আর কিছু ছুঁয়ে যেতে পারে!!

নীলাচলে রোদ্দুর কুড়াতে কুড়াতে বাতাস গুলি ফিরে গেল
চেয়েছিলাম জোড়া পাতায় সঞ্জীবনী গান শুনিয়ে
মুগ্ধতায় শিহরণ তুলে দেবে আমার সমস্ত শরীর জুড়ে
তবু সে বাতাস আমায় ছুঁয়ে দেখেনি
তোমার সেই চেনা গন্ধের শিহরণ যে শরীরে লেগে আছে
সেখানে কি আর কিছু ছুঁয়ে যেতে পারে!!

শৈলপ্রপাত ঝর্ণায় মায়াবী জ্যোৎস্নারা ঢেউ খেলে যায়
চেয়েছিলাম আমার দু-চোখে পান করে নেব
সেই সব মায়া জোছনায় মিশে যাওয়া সুবর্ণ প্রভা
তবুও জ্যোৎস্না প্রভা আমার চোখ ছুঁয়ে দেখেনি
যে চোখ আত্মমগ্ন হয়ে আছে তোমার রূপ জোছনার রস পান করে
সেখানে কি আর কিছু ছুঁয়ে যেতে পারে!!

মন্তব্য করুন