Home / কবিতা / তোমার গন্তব্যহীণ পথে- নিখর তাবিক

তোমার গন্তব্যহীণ পথে- নিখর তাবিক

গন্তব্যহীন পথে অথবা বুনো দ্বৈরথে
অপ্রাপ্ত মৃত্যু বেদনা তোমার।
প্রচন্ড একক বর্বরতায়ও
অতৃপ্ত অথবা ক্ষনিক তৃপ্ত তুমি।
তোমার গন্তব্যহীন পথে, মুগ্ধতার রথে
সহজেই নেমে আসে পোশাকী বালক পোশাক ফেলে।
বিবস্ত্র কল্পনাতে ধরা দেয় শত নিষ্পাপ দীর্ঘাকায় শেতাঙ্গ।
সহজেই কেও ঢুকে পরে মিলন ঘরে,
তুমি সহজেই হারাতে পারো যে কেউ
অথবা তেমন কাওকে নিয়ে।
তুমি সহজেই আমাকে দাড় করাতে পারো
দরজার ওপাশে।
তোমাকে ইন্ধন দেয় সাবিত্রীদের স্বামী
অথবা প্রেমিকরা, বুনো ইন্দনে।
স্বপ্ন তোমার কাছে বাস্তব
আর বাস্তব দূস্বপ্নের মতো।
তাই তুমি হরবর করে পড়ে ফেল প্রেম।
আমি প্রচন্ড পুরুষ হলেও তোমার ঘোর কাটবে না
কারন আমি একক পুরুষ,
তোমার গন্তব্যহীন গতিপথে।

About Masud Karim

Masud Karim
আমার চারপাশে কবিতা ছাড়া তেমন কিছু নেই।

মন্তব্য করুন