Skip to content

তুমি নিরবে

যাহা কহিব বলিয়া আঁখি মেলিয়াছি,
তাহা না কহিয়াই উত্তর খুঁজিয়াছি।
তাই হয়তো তুমি সম্মুখে নাহি আজ,
তবু রহিয়াছ অন্তঃস্তলে,অন্তরালে।

হৃদয়ের ভাষা বুঝিয়া লইবে
তুমি নয়নে নয়নে,
আকুল হইয়া আসিবে,
তব আত্মার টানে।
ভেবেছিনু আমি হায়।

আমার নিরব আহ্বান
ধ্বনিত হয়নি তব হৃদয় কর্ণে।
তাই তুমি আজ বহুদূর,
আমার বাহির হতে।

তোমারে চাহিয়াছি সত্য করিয়া,
পাইয়াছি হৃদয়জুড়িয়া।
যদিও তুমি নাই আঁখি পল্লবে,
আছ মোর হৃদয় আঙ্গিনায় চির দিনের তরে।

মন্তব্য করুন